জীবনে সঠিক পেশা নির্বাচনে কিছু টিপস

জীবনে সঠিক পেশা নির্বাচনে কিছু টিপস / যেটা আপনার জীবনে অনেক কাজে লাগবে

 জীবনে সঠিক পেশা নির্বাচনে কিছু টিপস / যেটা আপনার জীবনে অনেক কাজে লাগবে


◆জীবনে যেটা হতে চান সেটা মন থেকে মেনে নিন-


নিজের ইচ্ছা নিজের স্বপ্ন কে মাটি চাপা দিয়ে ফেললে পরবর্তি কালে সেটা আর খুজে পাওয়া যায় না। অনেকে আবার সমাজ কি বলবে এই ভয়ে নিজের ইচ্ছা কে গোপন করে রাখে। নিজের মন কে শক্ত করুন। আপনি যা জীবনে করতে চান সেটা নিজে থেকে আগে মেনে নিন। দেখবেন অনেক মনোবল বেড়ে যাবে।


◆নিজের প্রতিভাকে/ ট্যালন্ট কে মূল্য দিন -


আপনি হয়তো বা এমন কিছু হতে চান যেটার জন্য আপনি নিজেকে প্রস্তুত মনে করছেন না। যেমন আপনি যদি টিচার হতে চান কিন্তু ভয় পাচ্ছেন আপনার ভেতর অনেক ঘাটতি আছে। সেগুলো খুজে বের করে ঘাটতি গুলো পুরনের কাজে লেগে পরুন। সেই বিষয়ের উপর কোন কোর্স ও করতে পারেন। তাতে আত্ববিশ্বাস বাড়বে। এবং তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মধ্যে প্রতিভা আছে ।


◆গন্তব্যে পৌছানোর সহজ রাস্তা খুজে পাচ্ছেন না?


এমন টা অনেকের জীবনেই হয়ে থাকে।
এ যায়গায় এসে অনেকেই হতাশ হয়ে পরে, কিভাবে সামনে এগোবেন সেই Plan যদি না থাকে তবে আপনিও হারিয়ে ফেলতে পারেন আপনার গন্তব্যের রাস্তা। এ জন্য আগে পরিকল্পনা করুন কিভাবে সামনে এগোবেন ।জীবনে এগোতে আগে থেকে Plan করুন। তবে, আপনার চলার পথটা সহজ হবে না বার বার আপনি বিফল ও হতে পারেন তবে হতাশ হবেন না। সফল হবেন একদিন ।

◆স্বপ্ন পূরণে সহায়তা করবে এমন কাউকে খুজুন -


এটা খুব জরুরি, কোন কাজে আপনি যদি কোন সাহায্যকারী পান হতে পারে সেটা হতে পারে পরিবারের কেউ অথবা বন্ধু বান্ধব অথবা আপনার শিক্ষক বা অন্য কেউও হতে পারে, তখন কাজটি সম্পন্ন করা আপনার জন্য সহজ হবে ।

আপনার পছন্দের পেশা বেছে নেওয়ার সময় মাথায় রাখতে হবে সেটা যেন প্রোডাক্টিভ কিছু হয় যার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকেও বিকশিত করতে পারেন। নিজের এবং অপরের কল্যানের জন্য কিছু করতে চাইলে সেটা নিয়ে কাজ করতেও এক ধরনের মানসিক তৃপ্তি কাজ করবে। সুতরাং পেশা বাছাইয়ের ক্ষেত্রে এমন কিছু পছন্দ করা উচিৎ যার মাধ্যমে আপনি নিজের এবং পারিবারিক বা সামাজিক কল্যানে কিছু করে যেতে পারেন। অর্থাৎ এমন কিছু কাজ করুন যেটার মধ্যে আপনি আনন্দ পাবেন ।আর সেই কাজে দেখবেন আপনি সহজেই অনেক দুরে এগিয়ে গেছেন । যে কাজ আপনি মন থেকে করবেন না সেই কাজ আপনি সারাজীবন ধরে করলেও আপনি সেখানে উন্নতি করতে পারবেন না ।


জীবনে সঠিক পেশা নির্বাচনে কিছু টিপস জীবনে সঠিক পেশা নির্বাচনে কিছু টিপস Reviewed by Admin on ৩:৪৪ PM Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.